নীলফামারীতে এক প্রতিবন্ধী শিশুকে চার বছর ধরে গর্তে রেখে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে তার দরিদ্র পরিবার। কবিরাজের চিকিৎসার পাশাপাশি শিশুটিকে রাখা হচ্ছে মাটির গর্তে। শিশুটি নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার সাইকেলের মিস্ত্রি ও বর্গাচাষি রতন ঋষির মেয়ে নয়মী ঋষি (৫)। গত মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় চুলা জ্বলছে। পাশে একটি গর্তে রেখে শিশুটিকে খাওয়াচ্ছেন তার মা রঞ্জনা ঋষি (২০)। রঞ্জনা ঋষি জানান, নয়মী কথা বলতে পারে না। সে নিজের পায়ে দাঁড়াতেও অক্ষম।...

